মোর মুঠো বন্দি বিষাক্ত বিষাদ কষে দেয় চড়,
লাফিয়ে ওঠে উর্ধ গগন ছেঁদে তুলে তুমুল ঝড়।
জীর্ণ শীর্ণ কিছু মুহূর্ত মুখ বেঁকে পড়ে রয় নীরব,
সংজ্ঞা-হীন গলে যায় গোল গাল বিষন্ন অনুভব।
বহুদূরে তাকিয়ে আকাশ মেঘ ভারি ঝরে পড়ে,
ধুলোবালির শহর বেশ কান্না শেষে উল্লাস গড়ে।
পাশে লাশ কাটা ঘরে কি উঁৎ পেতেছো কখনো!
কান পেতে কি শুনোনি ভিতরের মৃদুস্বর এখনো।