এই শহরে রোজ-
নিঃশ্বাসেই ভেঙে পড়ে বিশ্বাসের গম্বুজ,
পরিচিতরাই হচ্ছে প্রতিনিয়ত নিখোঁজ,
একের রক্তে মাংসে অন্যের ভুঁড়িভোজ।
প্রতিযাগিতার অগত্যা এ-ই মৃত শহর!
সাক্ষী হয় শতো কোটি গুপ্ত হত্যার,
সাক্ষী হয় শতো শতো সুপ্ত মিথ্যার,
প্রতারণার প্রতিযাগিতায় কাটে প্রহর।
কতো কেউ নিঃস্ব খুঁজে ফিরে ঠাঁই,
নিঃসঙ্গরাও সঙ্গী হারিয়ে স্থির নাই।
রমরমা বাণিজ্যে মিথ্যা প্রতিশ্রুতির দোহাই,
নিত্য লুটপাটে ওলটপালট, নেই তো রেহাই।
মদের আসরে ক্ষয়ে যায় কারো জীবনখানি,
জুয়া-আসরে কারো খোয়া যায় সব, ঘরণী।
দিবসযামী চলে শুধু মিছে মায়া টান!
সমস্ত প্রাণীই খুবটা আজব, নিষ্প্রাণ।
মিছে স্বপ্নের পিছে ছুটে, সবটা অভিনয়,
এই শহর, বিষের গহ্বর, মানুষেরই নয়।
আশ্চর্য! অথচ, আজ শহরের সবটাই ফাঁকা,
চকচকে মেলে ধরেছে সৌন্দর্য, আঁকাবাঁকা।