মানুষই পেয়েছে মানুষকে বেশি ভয়,
মানুষই এ' পৃথিবীর একমাত্র বিস্ময়!


মানুষ যে হাসে হাসায়, কাঁদে কাঁদায়,
মানুষই কথা বলে- ভেঙে নীরবতায়।
মানুষ মরে, মারে, বেঁচে রয় কৌশলে,
মৃত্যু-ফুল ফুটে উঠে জন্মের আড়ালে।


মানুষের কথা যদি কভুও থেমে যায়
ভয়ঙ্কর বিস্ফোরণ হবে পৃথিবীর গায়,
আসমান দ্বি-খণ্ডিতে নামবে নীরবতা,
ধরণীর সমস্ত চাঞ্চল্য রুখে দিবে তা।