সর্বনাশ!
এতো এতো লাশ!!
সর্বত্র কেমন লাশ পচা গন্ধ,
এ'কেমন  চিত্র- লাশের উপর আনন্দ!
নির্বাক, অবাক দৃষ্টিতে চেয়ে চেয়ে রই,
কোথায় মানবতা! মানবতার ফেরিওয়ালারা কই?
হাসছে কেমন, মসনদে আসীন রক্তচোষা পিশাচের দল,
অথচ, রক্তগঙ্গায় ভেসে যায় শিশু-কিশোর, আবাল বৃদ্ধ বনিতা, সকল।
মৃত্যুর ভয় বুকে চেপে কেউ কেউ বাঁচার তাগিদে মরছে খুব, দিনরাত, বারংবার,
চারদিক হাহাকার, অগ্নিদৃষ্টি হুংকার, বাজে বীণ শঙ্কার, পুড়ে ছাই অঙ্গার, মারণাস্ত্রের ঝঙ্কার।
বেঁচে আছে কেউ কেউ, পালিয়েছে আরো কতো শতো, মরে গেছে অনেকেই, মরে গেছে মানবতা।
বেঁচে আছি তবু, জানি না কতো দিন আরো বাঁচি, কতো দিন বাঁচে এই মৃত্যুপথযাত্রী অসুস্থ সভ্যতা!!