তীক্ষ্ণ যে চিৎকারে আমার মৃত্যু হয়েছে, কেবল সেই কেবল মৃত্যুর সাক্ষী,
মৃত্যুদণ্ডকেই স্রেফ করা হয়েছে আপন স্বেচ্ছায় ও সজ্ঞানে, পর সব বাকী।
মৃত্যুর সমস্ত যন্ত্রণাকে তোমাদের মাঝে বিলিয়ে দিলাম, মুঠো পুরে পুরে,
ভেবো না অভিশাপ, পাপের পরশে কাঁচের মতো ভেঙেছে হৃদয় হুরহুরে।
মৃত্যুর পূর্বেও খুব এখানে সেখানে, কারণে অকারণে খুন হয়েছি বহুবার,
ভেবো না কোনো অভিযোগ অনুযোগ আছে, অথবা আরো কিছু পাওয়ার।
কেবল খুনের সেই আর্তনাদগুলোই তোমাদের মাঝে বিলিয়ে দিতে চাই,
হৃদয় অঙ্গার, পুড়ে ছাই ভস্ম, সবি গেড়ে দিতে চাই, যদি অনুমতি পাই।