কেনো কাঁদছো এক সমুদ্র জল নিয়ে জনসম্মুখ!
ওরা আগুনে আগুনে পুড়িয়ে দেবে সুন্দর মুখ।
অক্ষমতা দেখিয়ো না, খেয়ো না বুদ্ধির মস্তক,
মুছো জল ছলছল কলকল, সকল দুঃখ পুস্তক।


যতোই থাক অশ্রুঢেউ, চোখের আড়াল থাকুক,
অদৃশ্যই থাক যতো জ্বলে জ্বলুক হৃদয়, পুড়ুক।
পেছন ফিরে তাকাতে নেই, আগ বাড়িয়ে চলো,
দুঃখকে বলো- বিদায় বন্ধু, হাসিতে ঠোঁট খুলো।