সোনালী রোদের ঢেউয়ে মোরগের বাচ্চাদের চিক-চিক ডাক
আরো বেশি উষ্ণতা ছড়ায় আঙিনায়, উড়ন্ত মাছিরাও অবাক
চেয়ে রয় শুভ্রতার সৌন্দর্যে, কোনো এক অজানা ইতিহাসের
পাতায় খচিত দুর্গম দুর্গে বিজয়ের উল্লাস, পরিচিত সুবাসের
উন্মাদনায় মাতাল হওয়া হরিণীর মতো ড্যাব-ড্যাব দু-চোখে
অঙ্কিত হয় তুমুল মুগ্ধতার মানচিত্র, বিচিত্র চিন্তার রঙ মেখে
ডানা মেলে ওড়ে যায় শাদা পায়রা যেনো, কাঁপা কাঁপা দু'পা
এগিয়ে সম্মুখে এসে দাঁড়ানো শিশুর চোখ, দিঘল চুলে খোপা
করার মতো ফণা তুলে বসে থাকা সাপেরও কিছুটা সৌন্দর্য
আছে, যদি কেউ দেখে তা বুঝে তা, যদিও কারো সেই ধৈর্য
থাকে, মনের ভিতরে হিংসার সিংহাসন যদি বেশ গেঁড়ে বসে
সময় সাপেক্ষে, মাথা তুলে কে আছে দাঁড়ায় সত্য পরবাসে!