মাঝে-মাঝে ইচ্ছে করে জানালা দিয়ে হাত বাড়িয়ে আকাশ
ছুঁই, কিবা সারা মেঘের সাগরে সাঁতার কাটি এপাশ ওপাশ।
সত্যি বলতে কি আকাশে পাখিদের উড়া-উড়ি দেখে ভীষণ-
ইচ্ছে করে সবুজ রঙ পাখিই হয়ে যাই, বুঝে না অবুঝ মন।
খুব করে বৃষ্টি হলে আর দৃষ্টির দূরত্ব ক্রমে কমে এলে ভাবি
একটা লম্বা সময় নদীজলে পা ডুবিয়ে বসে রই এ' অভাবী।
বৃষ্টিভেজা মেঠো পথ বেয়ে হারিয়ে যেতে চাওয়া উদাস মন
চোখ বুঁজেই খোঁজে পেতে চায় রাজহাঁসে ভরপুর শাল-বন।
হারানো ডায়েরিটা হুট করে পেয়ে যাওয়ার আনন্দের মতো
এক বুক আনন্দ নিয়ে মুখ লুকায় ব্যর্থতার মাথাব্যথা যতো।