জ্ঞানী গুণী যতো হও বা পার্থিব বিষয়ে বড়ো পণ্ডিত,
ধর্মের জ্ঞান না-থাকলে মূর্খ তুমি, জ্ঞানী নও কিঞ্চিৎ।
সৃষ্টির জ্ঞানে গিজগিজ মগজ, স্রষ্টার জ্ঞান নেই তেমন,
যতোই বড়ো পণ্ডিত সে, বাস্তবে নির্বোধ, অবচেতন।


জগতের তাড়নায় মন্দ দ্বন্দ্বে বিভোর, হারিয়েছে ছন্দ,
মূর্খ মানব, কানা বোবা, অক্ষত চোখেও সাক্ষাৎ অন্ধ।