তেষট্টি বৎসর পর আবার দেখা হবে হয়তো,
অচেনা কিংবা কোনো অজানা মানুষের মতো।
মহিষের শিঙের মতো দু' হাত বাঁকিয়ে তোকে
জড়িয়ে নিবো নিবিড় দুঃখ ভর করা এ-বুকে।
কাঁপা কাঁপা বুকে মুখে মিষ্টি হাসির সে কালে
দু'-দশ চুমু এঁকে দিবো তোর কপোলে গালে।
জানি, জানতেই চাইবি-না আর কেমন আছি!
কেমন বাঁচি, কেমন আছে জ্বর সর্দি কাশি হাঁচি।
চশমার মোটা কাচে ময়লা ধুলা জমবে বেশ,
অশ্রুও অদেখা রবে, রবে না যে হাসির রেশ।