পাখীদেরও কি কিছু কিছু দুঃখ আছে? কিম্বা হাহাকার?
আমি তো কখনো সখনো শুনি ওদেরও উচ্চ চিৎকার।
কান্নার কিনা বুঝা মুশকিল, নাকি আনন্দ ও উল্লাসের।
কখনো কখনো বুক ভাঙা আর্তনাদ শুনি ঐ আকাশের।
মেঘের সরু চাপা রাস্তা ঠেলে পাখীরা শূন্যতায় লুকায়,
ঝরে পড়ে নক্ষত্রের ক্ষতো মেখে মখমল সুন্দর গায়।
চারপাশ বেশ শূন্যতায় ডুবে রপ্ত করে নিগূঢ় একাকীত্ব,
অপেক্ষার ভোর হলে খোঁজে বেড়ায় অজানায় অস্তিত্ব।