খুঁড়ছি কেবল হতবিহবল, নিজেকেই খুঁড়ছি খুব, গোটা দিনমান, অনন্ত অবিরত।
খুঁড়ে খুঁড়ে যাচ্ছি গভীর, সুগভীর, খুঁজছি কিছু সীমার প্রাচীর অদ্যাবধি অমীমাংসিত।
দ্যুলোক ভূলোক তোলপাড় করে দেখি কী আছে অনুকূল, কী আছে তবু প্রতিকূল।
কী আছে আপন, কী আছে গোপন, অব্যক্ত কথা, ব্যথার স্রোত ভাসিয়ে দু'কূল।
ক্ষুব্ধ ঋদ্ধ কী আছে বিদ্ধ অতলের তলে, কী আছে শুদ্ধ বুদ্ধ ফোটা ফুল পত্র পল্লব।
লুকায়িত হতাশার শ্বাস, আনন্দ উল্লাস, অতৃপ্তি আত্মতৃপ্তির তপ্ত সুপ্ত লুপ্ত কলরব।
কী আছে লেনাদেনা, অশ্রু বেদনা, অনল দহন, অবুঝ মনের বুঝাপড়া, দীর্ঘশ্বাস।
ঝরে পড়া কবিতারা, আক্ষেপের খোঁপার ফুল, মিনতি আকাঙ্ক্ষা, সবুজ দূর্বাঘাস।
কী আছে খাদের কিনারে দগ্ধ বিমুগ্ধ চিত্রপট, হৃদয়তট, অকপট স্বীকারোক্তি।
কী আছে খুব সুখ জোছনা যেমন, তারার মেলা, এক আকাশ বিশালতার অবমুক্তি।
কী আছে গভীর, খুঁড়ে খুঁড়ে দেখি, অদৃশ্যের আড়ালে কতোটা মরু, কতোটা জল,
কতোটা অর্জন, কতোটা বিসর্জন, কতোটা আছে জীবনের রসদ, সর্বস্ব সম্বল।
ব্যাপক খুঁড়ছি আমি, খুঁড়ছি খুব নিজেকেই অতল, সুকৌশল গোটা দিবস রজনী,
খুঁড়ে খুঁড়ে খুঁজছি স্রেফ আত্মার কথন, অবরোহ আরোহণ, একান্ত আত্ম-কাহিনী।