কী এক অদৃশ্যের ডাকে আমি হয়েছি বাহির,
ঊর্ধ্বগতি, দিশেহারা দিগ্বিদিক ছুটেছি রোজ,
অজানার সন্ধানেই দিন দিন হয়েছি নিখোঁজ,
জন-সমুদ্রে থেকেও নিঃসঙ্গ, ছটফটে অস্থির।


ঠা-ঠা রোদে পোড়ে কপাল, ভাসেও বৃষ্টিতে,
ভিড় ঠেলে সামনে এগোলে ঝাপটায় আঁধার,
কালো থাবার মুষ্টিবদ্ধ হাত ঠেলে শুধু বাঁধার,
ঝরে ঘাম দুঃখ বেদনা বিষাদ, অনর্থ সৃষ্টিতে।


ডানাভাঙা পাখি ঠোঁটে গেঁথে থাকা বস্তু-দানা,
যাতনার যতনে রাখা ধন মন খুলে গায় গান,
অশ্রুতে তো ছুঁয়-না বিমর্ষতা, নিখোঁজ সন্ধান,
কে করে নিখোঁজের সন্ধান, খোঁজে ঠিকানা!!