অপরিচিত নীল যে পাখি রোজ নিয়ম করে-
আমার উঠোনে এসে ওড়ে বসে গান ধরে।
দানা খুঁড়ে, পাতা ছিঁড়ে, পানির ফোয়ারায়
ঠোঁটে জল তুলে ভুলে সুখ, দুঃখরা সরায়।
বসে বসে ভাবি, কখনো কি বুঝবে এ পাখি-
কতো ভালোবাসা যে তার তরে পুষে রাখি!
কতোটা অপেক্ষায় দিনক্ষণ গুনি, প্রহর গুনি,
ছিটাই দানা-পানি ভালোবেসে কতো-খানি!
ভাবি, বুঝে সে কতো ভালোবাসা তার তরে,
বুঝে বলে সে রোজ নিয়ম করে আসে ঘরে।
যদিও, বলা নাই, কথা নাই, পরিচিতও নয়,
সে বুঝে না-বলা ভাষা, ভালোবাসা প্রত্যয়।
অথচ,
প্রতিদিন যারে বলি ভালোবাসি ভালোবাসি,
নিশিদিন যারে নিবেদন করি প্রেম রাশিরাশি,
সে তো বুঝে না প্রেম, ভালোবাসাও মোটে,
আমি বড়ো অভাগা, কেবলি অবহেলা জুটে।