ঘুমিয়ে পড়া শহরে আমি নির্ঘুম রাত জাগি।
এই যে সুখ ত্যাগী বৃক্ষরা কেনো এতো রাগি!
বাতাসে বাতাসে দুলে ডালপালা, পাতা ফুল।
সুদৃঢ় শক্ত দাঁড়িয়ে থাকা, পরিবেশ প্রতিকূল।
কুয়াশামাখা শীতল বাতাস, হিম ধরা কাঁপন।
সুখত্যাগী বৃক্ষে জ্বলে মানব সুখের আগুন।
বৃক্ষের গা বেয়ে ঝরে কুয়াশার মুক্তো দানা।
হ্যাঁ, পাতায় পাতায় ছিটানো চিকচিক জোছনা।