আমি গভীর খাদের কিনারে, কিন্তু পতিত নই এখনো,
কোনো শৃঙ্খলে গেঁথে নেই আমার পায়ের পাতা, বাহু।
আমার বাহু-দ্বয় পরস্পরের সাথে তক্তপোশ লাগানো,
এককোটি বাহুর শক্তি সামর্থ্য মুখ থুবড়ে পড়ে তাতে।
আমি বিস্মিত, অবাক নয়নে চেয়ে রই নিরস্ত্র সৈনিক,
তীক্ষ্ণ খুর, আঘাতে ঘাতক দল রক্ত ঝরায়, অশ্রু নয়।
মার মুখের মায়া ভুলে যাই, মাতৃকার টানে উত্থিত হই,
বত্রিশ কোটি পায়ের তলে মাটিও পিষে যায় অজান্তে।
দন্তহীন সন্তানের গাল ছুঁয়ে প্রতিজ্ঞা করা কঠিন কিছু,
রক্তের দাগ হৃদয়ের গহীনে লেগে গেলে মুশকিল খুব।
দম্ভোক্তি করে বুক ফুলানো হাস্যকর প্রতারণার তুল্য।
মা'র আঁচল কোমরে বেঁধে বন্য পাল নেমে এলে তো
বাঁধ ভেঙে কূল ভেঙে নেমে আসবে মাতৃত্ব ও মৃত্তিকা।