একদিন দেখো যুদ্ধ হবে খুব একটা ঘটা করে,
জগতের যতো শোষণকারী আর দিন মজুরে।
যুদ্ধ, ক্ষোভের আগুন জ্বলবে কঠিন বিক্ষোভে,
বন্যা বইবে, রক্তবৃষ্টি, দৃষ্টিসীমায় দৃষ্টি নিভে।
আগুন বারুদ যুদ্ধ ও কঠিন কঠোর প্রতিরোধ,
মিটমাট প্রদীপ জ্বলবে উঁচুনিচু যতো বিরোধ।