আমি জ্বলে যাবো,
ক্ষীণ দীপ কিবা দাবানল হয়ে।
জ্বলে যাবো শুদ্ধতার প্রদীপ হয়ে।
জ্বলতে থাকবো, জ্বলতেই থাকবো।
জ্বলতে জ্বলতে আমার শাশ্বত দেহ
থেকে নির্গত হবে কতো গ্রহ, অনুগ্রহ।
ভস্ম পোড়ানো উষ্ণতায় ধীরে মোমের-
গলে গলে যাবে যতো নিগ্রহ, বাধা বিগ্রহ।
আকাশ ও পৃথিবীর অন্ধকারজুড়ে জ্বলে উঠবে আলো।
প্রয়োজনে পুড়ে যাবো,
পুড়তে পুড়তে উড়ে যাবো।
উড়তে উড়তে নক্ষত্র হয়ে যাবো।
ঐ দূরের আকাশে গিয়েও নক্ষত্র হয়ে জ্বলে থাকবো।
জ্বলতে থাকবো-
অন্তত জেলে নৌকার মিট-মিট আলোর মতো করে।
তবুও জ্বলে যাবো।
জ্বেলে যাবো আলো।
জ্বেলে যাবো শুদ্ধতা ও শুভ্রতার আলো।
তুমুল আলোকিত হবে বিশ্ব,
নিঃস্ব হবে আঁধারের হাতিয়ার।