কাকে বেসেছো ভালো! আর কথা ছিলো-বা কী?
এই মিছে ভালোবাসায় কভুও সুখ পাবে নাকি?
অধিকার ছিলো কার, কভু তো বুঝোনি সে কথা,
ধোঁয়াশা কুয়াশার মতো গড়েছো মিথ্যে সখ্যতা।
ভুল, চরম ভুল, তাসের ঘর ভুলের উপর খাড়া,
প্রায়শ্চিত্ত হয়, নিঃস্বতাই বিনিময়, প্রশস্ত চওড়া।
কাঁদিয়ে দশকে, সুখী কি হবে তুমি একা তবে?
এমন নজির-তো আজো গড়ে ওঠেনি তব ভবে।