ঘোমটা পরা মা ঢেকে দিয়েছে কানের দুল,
হাসির আক্রোশে কেঁপে উঠেছে নাক ফুল।
শব্দেরা জেগেছে আজ দীর্ঘ সময় কাল পর,
আজ কথায় কথায় ভরে উঠবে ব্যস্ত শহর।
তবু কিছু নৈশব্দের স্লোগান ঝুলে বারান্দায়,
শ্রবনেন্দ্রীয় বধ হলে এ নীরবতা বুঝা যায়।
মানুষজন হাসির অর্থ যতোটা সহজে বুঝে,
নীরবতার ব্যাখ্যা অতোটা বুঝে না সহজে।
একাকীত্বের বুকে যদি কেউ শিশির জমায়,
কে আছে উদার উষ্ণতা দেবে পূর্ণ ক্ষমায়!
দেয়ালের মাচানে শুয়ে আছে শুভ্র বিড়ম্বনা,
গভীর ঘুমে হয়তো, নয়তো জাগানো মানা।