মাঝেমাঝে ভাবি খুব এ কেমন নষ্ট রাত!
বুকটা কাটে নিঃশব্দে অস্ফুট আঁধারের করাত।
ক্লান্ত শরীর কারো খুব ঘুমিয়ে পড়ে তবু,
কারো দুচোখে দুখানা নদী জেগে ওঠে হাবুডুবু।
চতুর্দশী চাঁদ ফাঁদ পেতে ডাকে আকাশে,
তার চারপাশে যেনো গতো স্বজন সুজন হাসে।
ভয় হয় ভয় হয়, আকাশে আঁকলে নয়ন,
মুখের ওপরে খসে পড়ে পাহাড়, উল্টো শয়ন।