হায় সাহিত্যের নামে এ কেমন চাষাবাদ!
সময় অপচয় সব, কাগজ কালি বরবাদ।
চিন্তা আর চেতনায় কী সব নোংরা বচন,
ছলা কলা কৌশলে চলে নগ্নতা প্ররোচন।
সাহিত্য সেতো হৃদে সজীব সতেজ ভাব,
কাল হতে কালে মিটিয়ে আত্মার অভাব।
অশান্ত গগনেও এক হৃদয় পূর্ণ পরিতৃপ্তি,
আকাশ পাতাল বাঁধভাঙা নদে পরিব্যাপ্তি।