সারা রাত ধরে লুকিয়ে থাকা সূর্যটা
খিড়কির দুয়ারে কড়া নেড়ে একটা
নূতন দিন, আরেকটা নূতন জীবন-
দেয় অপরাপর, প্রকাশ্য বা গোপন।


চোখের পাতলা পর্দা সরিয়ে তুলে-
সতেজ ভোর ডানা ঝাপটায় ভোলে
পুরোনো দিনের সব দুঃখ কষ্ট গ্লানি,
অযুত সাজাতে সুন্দরের গল্পখানি।


মানুষের মাথার পাশে হেলান দিয়ে
ঘুমন্ত যতো স্বপ্নরা ওঠে তড়ফড়িয়ে,
তোলে সুকণ্ঠে জয়ের আজব গীতি,
ফুৎকারে ফুরিয়ে দেয় বেদনা রীতি।