পৃথিবীর সবচে' কঠিন কাব্যের নাম কষ্ট,
তারচেয়ে ঢের বেশি কঠিন কাব্যটি মৃত্যু।
আর এ'দু'টির মিশ্রণেও নতুন কাব্য হয়,
হেলায় যার ডাকনাম দেয়া যায় অবহেলা।
এতোটা কঠিন কোনো কাব্য নেই আর।
শান্ত শিশু হয়ে শুয়ে রয় মৃত্যু একপাশে,
অনন্য ভঙ্গিমায় অন্যপাশ মেতে থাকে যার-
অহরহ নিকৃষ্ট কষ্টদের নোংরা উল্লাসে।