আমার শোবার ঘরে তালা পড়ে আছে বহুদিন।
জানালার কাচে কচকচ ধুলা বালি পরত জমা।
পর্দার থরে থরে ছাপ পড়েছে বেশ বন্দি দশা।
টবের ফুলও শুকিয়ে হয়েছে কুৎসিত আবর্জনা।
খালি চোখেও দেখা যায় অবহেলার জ্যামিতি।
দেয়াল বুকে চিরে কে জানি এঁকেছে তালগাছ।
মাকড়সা' জালে ছেয়েছে ছাদের কোণা-গুলো।
দেয়ালঘড়ির কাটারাও কাঁটাতারে বন্দি যেনো।
হাতপাখাটা পড়ে আছে মরা টিকটিকি সমেত।
খাটের এক কোণে পড়ে আছে কবিতার খাতা।
কলমে কালি শুকিয়ে গেছে হয়তো বহু আগে।
ডায়েরির এক পাতায় লিখা আছে 'জীবনযুদ্ধ'।