কেনো বুঝে না মন অবুঝ!
রঙ বদলায়, রোজ রোজ।


ব্যাকুল ব্যথা, ওঠে দুর্যোগ,
সুযোগ খুঁজেছি, এক যুগ।


সময় পেরিয়েছে দ্রুতগতি,
হয়নি উন্নতি, না অগ্রগতি।


ভারী হয়েছে শ্বাস, বাতাস,
ঘন হয়ে আসছে দীর্ঘশ্বাস।


পারিনি গুটিয়ে নিতে হাত,
বস্তু-বাস্তবে বিরাট তফাত।


ভালোবাসা বিলিয়ে বাড়াই,
অপাত্রে যত সময় পোড়াই।


ভেবে যায় মন যখন তখন-
পৃথিবীটাই তার বড় আপন,


কীভাবে বুঝাই তারে এখন,
এ মিছে মায়া সত্য গোপন।


যেনো এক কাগজের ফুল,
সমস্ত মরীচিকা সমস্ত ভুল।