নিজেকে বড়ো চিনতেই তেমন নেইনি-কো সময়,
সময়ের হাত ধরে সুসম পথ চলা শিখিনি, রপ্ত নয়।
স্বাদের পৃথিবীটা চেনার মনে তেমন স্বাদ তো নেই,
সময়ের ঘূর্ণনে হারিয়ে ফেলি ফুলেল জীবনের খেই।
জীবনের বাঁকেবাঁকে আঁকিবুকি যতো স্বপ্ন সাজাই,
সর্বহারা দুঃখরা, হাসি কান্নার অমীমাংসিত লড়াই।
ঘুরেছি কতো এ'দুয়ার ও'দুয়ার, হুহু কেঁদেছি বহুবার,
কতো আপন পর, পর হয়েছে আপন, স্বার্থে দুনিয়ার।
অগণন মানুষের ভিড়ে নিজেকেই পারিনি চিনতে এখনো,
পথভোলা পথিক, জীবনের পথে ফিরবো না কখনো।