অন্ধকারের শীতলতায় বসে শিরীষ তলার সুপ্রাচীন বৃক্ষদের দিকে তাকিয়ে রই,
কদাচিৎ ভাবি বৃক্ষদের মতো দীর্ঘকাল বেঁচে থাকতে পারলেই বেশ ভালো হতো।
কখনো সখনো সাধ জাগে তাদের মতো শতো বর্ষ পরেও সুউচ্চ দাঁড়িয়ে থাকি,
যদিও কোনো একদিন প্রস্থান হবে খুব চুপিসারে পাখিদের চলে যাওয়ার মতো।


অগ্রিম কিছু কৃতজ্ঞতা রেখে যাই যারা খুঁজবে আমার স্মৃতি, করবে অভাব বোধ,
খুশির দিনেও মনে রাখবে যারা; তাদের জন্য রেখে যাওয়া একরাশ ভালোবাসা।