আকাশ পানে তাকালেই খণ্ড খণ্ড মেঘ
আমার সুগোল গাল বেয়ে ঝরে পড়ে।
ডানা ঝাপটে কেঁদে উঠে ঘোর আবেগ
খোঁজে পায় না আশ্রয় প্রশান্তির নীড়ে।


এক টুকরো চাঁদের গান গেয়ে মরেছে
মাছরাঙা পাখি সূর্যের সীমাহীন তাপে,
মরীচিকার চিক-চিক সৌন্দর্য হেসেছে
কোনো এক অজানা তামাশার প্রলাপে।


বৃষ্টির রিনিঝিনি গান করে খুব অজ্ঞান
অভাবহীন সতিনকেও কারণ অকারণ,
ফুটোচালা কুড়েতে ভাসমান ধ্যানজ্ঞান
খিদের গদ্য রচে সে অযাচিত ব্যাকরণ।


ভূমি ফেটে চারা গজানোর মতো করে-
বুক ভেঙে জেগে উঠে আর্তনাদ কারো,
এই চাঁদ তারা জোছনা বাতায়ন সুদূরে
অঝোর ঝরে মূল্যহীন, হাসে আঁধারও।


বুক পকেটে দুঃখ পুরে হাসিমুখেই গায়
যে বিজয়ের গান, সজ্ঞান তারে স্যালুট,
সালাম জানাই বীর সেনাদের নির্দ্বিধায়
যারা প্রিয়-মুখ চেয়ে সর্বস্ব দিয়েছে লুট।