সে মেয়ে ভেলোবেসেছিলো খুব পাশের বাড়ির ছেলেটাকে।
মুখ দেখাদেখি, চোখাচোখি প্রেম, কে দেখেছে ভেতরটাকে!
সুন্দর হাসি কথা গল্প আড্ডায় খুব অল্প হতো সময় পার,
কে দেখেছে অতো মুখোশের আড়ালের বাজে রূপ মুখটার!
স্বপ্ন দেখেছিলো দিবেই পাড়ি দীর্ঘ পথ সুখে দুঃখে একত্রে,
সুন্দর আয়োজনে হলো বিয়ে জোছনাভরা চমৎকার রাত্রে।
বিয়ে তো হলো বেশ, শেষমেশ হলো না সুখে' এক সংসার,
আশা ভালোবাসার সুখ স্বপ্নরা ভেঙেচুরেই তছনছ ছারখার।
অকস্মাৎ পাল্টে গেলো রূপ, ভালোবাসায় খুব ভাটির টান।
কী এক অজানা কারণ, চরণে চরণ ছন্দপতনের সুরে গান।
সমস্ত ছেড়েছুড়ে উড়ে গেলো মেয়েটা অজানা দূর গন্তব্যে,
যদিও বেঁচে রইলো আজও লোকেমুখে নানা কথা মন্তব্যে।