সত্যই মানুষ তার প্রভুর প্রতি ভীষণ রকম অকৃতজ্ঞ,
ভেতর এসবের সব গেঁথে রেখে যে সাক্ষ্য হয় অজ্ঞ।
পার্থিব সস্তা সুখ-সৌন্দর্য অর্থ-বিত্ত লোভে বিভোর।
যদিও জানে বেশ দিন শেষে হবে এক নতুন ভোর।
যেদিন সমস্ত জমি ভূমি ফেটে বেরিয়ে আসবে সব,
সুপ্ত গুপ্ত যতো কিছু লুকায়িতো হৃদয়ে, তুলবে রব।
তুমি যে ঢের বেশি জানো, ভালো জানো সমস্তটার,
তোমা' সে শপথ তেজোদৃপ্ত ক্ষুরধার যোদ্ধা ঘোড়ার।