এসব মানুষের ভিড়ে আছে প্রচুর ও প্রচণ্ড অমানুষ,
সুযোগের সন্ধানেই ঘুরছে তারা, মাতোয়ারা, বেহুঁশ।
অথবা গুটি কয়েক মানুষ আছে অমানুষের ভিড়ে,
সুযোগ পেলেই খুবলে খাবে রক্ত মাংস ছিঁড়ে খুঁড়ে।
সাবধান সাবধান, করো না পান মিষ্টি কথার গান,
নদীহীন ঢেউ কলতান, ফুলহীন বাগান, সুরভি ঘ্রাণ।
পাখিদের কন্ঠে সুরেলা গেরিলা, মেঘহীন বৃষ্টি শিষ,
ভালোবাসা মুখে, অন্তরে ঘোর আঁধার, দু'চোখে বিষ।