ধুলো বালি কালির বাতাস
ছেয়ে রয়েছে নীল আকাশ,
স্বপ্ন নগরজুড়ে দূষিত বায়ু
দ্রব্যমূল্য বাড়ে, কমে আয়ু।
জানালার একপাশ উল্লাস
অন্যপাশ ঝুলে আছে লাশ,
বিলাসী গাড়ির বহর বাড়ে
কারো নিঃস্বতা ভূত ঘাড়ে।
কিছু বন্দি-প্রাণ সৎ সাহসে
অট্টালিকা চেটেপুটে শেষে
বুক ফুলিয়ে গর্বে অট্টহাসে,
উড়তে গিয়ে কেউ আকাশে
নদীজলে ডুবে ডুবে ভাসে,
চোখ বুঁজে ঝরে অবশেষে।
নদীর জলও কমছে নিয়ত
শুকিয়ে যাচ্ছে চোখ কতো।
তবু দিন কেটে যায় রোজ
মৃত পড়শির রয় না খোঁজ,
সূর্যোদয় সূর্যাস্ত দ্রুত অতি
আধমরা স্বপ্ন পায় না গতি।
মানুষে মানুষে বাড়ছে দূরত্ব
দুপুরে খাঁখাঁ করা একাকীত্ব,
দূষণ বাড়ছে কমছে অস্তিত্ব,
কালি পড়া গালে গলিত সত্য।