আমার কোথাও কোনো বন্ধু নাই, শত্রু নাই তেমন।
                        আমি একা, একাকী, নিঃসঙ্গ।
মাঝেমধ্যে বন্ধু বেশে মৃত্যু এসে কাঁপিয়ে দিতে চায়,
                         আমি শত্রু ভাবি, দূরে থাকি।
আমি অমাবস্যার রাতে ঝুম বৃষ্টিতে ভিজতে থাকা-
                    পথভোলা রাজহাঁসের মতো একা।
অথচ আমি আমার ভিতর পথ খুঁজি বেঁচে থাকার।
ভালো থাকার স্বপ্নিল কল্পনা ভুলেছি ব্যাপক আগে।
নুয়ে পড়া ল্যাম্পপোস্টের আলোর মতো মনে হয়-
                                 বেঁচে থাকার স্বপ্নটা।
              তবুও আশার খুঁজে ভালোবাসা খুঁজি।
দু'পাশের আলোকসজ্জায় রঙিন হওয়া উড়াল পথে-
দ্রুতগামী গাড়ির চাকায় পিষ্ট হওয়া বিড়াল ছানার-
                     মতো ছটফটানো আমার হৃদয়।
একদিন তোমার আলিঙ্গনে তৃপ্ত হবো প্রিয়,
                                  হে অনাহূত অতিথি।
সেদিন সত্যি তোমায় প্রকৃত বন্ধু রূপে মেনে নিবো।
সব সুখ-দুঃখের হিস্যা ভুলে তোমাতে মিশে যাবো-
                             অনন্তকালের কালচক্রে।