ভুলে ভরা কেটেছে বত্রিশ বসন্ত, নিজের প্রতিই সমস্ত রাগ,
আপন ভেবেছি যাদের খুব প্রয়োজন শেষে দেয় সঙ্গ ত্যাগ।
বহু ক্ষতো তৈরী হয়েছে, নির্বোধ মনটা আজ যেনো সজাগ,
চাওয়া পাওয়ার সীমা টেনে দিয়েছে এঁকে এক রঙিন দাগ।
মানুষের তরে চাওয়ার তো নেই কিছু, কোনো রাগ অনুরাগ,
এক স্রষ্টা পানে মনের আকুতি সব খুলে মনের পত্র পরাগ।