আমাকে দিয়ো না আর এক পা বাড়াতে,
চেয়ো না গো কভু ক্ষণিক দূরে তাড়াতে।
আজ যদি যাই চলে দূরে কিবা আড়ালে,
দেখো তুমি এ' অনুগত ভৃত্যকে হারালে।
ভুল শুদ্ধের দ্বন্দ্বে ঘুরেফিরে এখানেই রই,
এমনি তো কেউ নেই কিংবা আশ্রয় কই!
দেখো দু'চোখে না-বলা ভাষার গভীরতা,
হয়তো বোকা মুখ বলতে পারে-না কথা।
দিয়ো-না যেতে সরে রেখো আপন করে,
সুখে দুঃখে বাঁচি যতো তোমা' দয়া ধরে।