আটাশ-টা বৎসর পাতা ছুঁয়ে ছুঁয়ে বসে আছি একেলা,
যদিও ফুল ফোটে কোনো এক বসন্তে অথবা অবেলা।
নাহ, নাহ, ফোটেনা ফুল, আসে না-তো কোনো কলি,
একটি ফুলের আকুল আকুতি তারে যতো করে বলি।
অপেক্ষার সে দীর্ঘ সময় পুড়ে পুড়ে ধোয়া হয়ে ওড়ে,
অফসোসের দু'চারটা শুকনো পাতা-ই শুধু ঝরে পড়ে।
তীব্র অভিমানে মন দু'একটা আঘাত দিলে তার গায়,
বৃক্ষ যে আমায় দ্বিগুণ অভিমানে দুই দশ হাত তাড়ায়।
আমি আবারও আসি ফিরে বৃক্ষের কারু মায়া ছায়ায়,
অপেক্ষারা আরো দীর্ঘায়িত হয় একটি ফুলের আশায়।