অযুত নিযুত শতো কোটি সৃষ্টি তোমার হে প্রভু রহমান,
অযথার্থ অযথা নির্গুণ কোনো করোনি তবু, প্রতীয়মান।
পরিত্রাণ দাও অনলের দুঃখ যন্ত্রণা, মহা পবিত্র সত্তা হে,
হে ত্রাণকর্তা এক, তুমি বিনে যে কেহ প্রতিপালক নহে।
নির্দ্বিধ নির্ঘাত জানি, যারে তুমি রাগের আঁগে পোড়াবে,
তারে থরেথরে বহু স্তর লাঞ্ছনা বঞ্চনা' চাদরে মোড়াবে।
অপরাধী মোরা সীমালঙ্ঘনকারী, কে সহায় তুমি বিনে!
সুমহান এক গোটা সৃষ্টির শ্রেষ্ঠ মানব পেলাম আহ্বানে।
শতো সংশয় ত্যাগে গাঢ়তর বিশ্বাস হৃদয়ে অনড় স্থান,
ভুলত্রুটি যতো, পাপরাশি অগণন, পাহাড় সমুদ্র সমান,
ক্ষমো প্রভু হে পরম ক্ষমাশীল যে, মার্জনা করো হেসে,
সরল সুপথে সাথী করো মহৎ আত্মার, শেষ নিঃশ্বাসে।