চোখের গভীর এভাবে দেখছোটা কী?
দৃষ্টি খাত পেরিয়ে কিছু খুঁজছো নাকি?
কাতর চোখে পরতে পরতে একেকটা
না-বলা অবহেলারই ইতিহাস, প্রতিটা
অক্ষত সাক্ষ্যই সাক্ষাৎ চর জেগে উঠা-
ভেদ করে গভীর সাগরে ভূতল চেষ্টা।
একের পর এক জমেছে হত্যা খুনের
রক্তাক্ত কালি, লাশ ভাইয়ের বোনের,
বন্য হিংস্রতায় ছুড়া যা গুলি ছুরি তীর,
শিরায় শিরায় পৌঁছেছে দৃষ্টির গভীর।
চোখের তারায় সাঁতরে মরে অরাজক
শাসনের আসমান জমিন পরিব্রাজক।
আরো গভীর কিছু আঁধার ঝোপ-ঝাড়
রহস্য ভেদ করতে গেলে হবে উজাড়।


এখানে শেষ নাকি কিছু গভীর যাবে?
গন্তব্য'র শেষ ছুঁতে গেলে সব হারাবে।
ঘাটতে যেয়ো না তো স্পষ্ট নিষ্ঠুরতার,
কেঁদে ভাসাবেই বুক লক্ষ কোটি বার।