বারবার ভেঙে পড়ছে মুষ্টিবদ্ধ হাত পিষ্ট বুলেটের তলে।
বুলেটের আঘাতে বুক ছিঁড়ে যায়, শিশুর দ্বিখণ্ডিত দেহ।
আন্দোলনের উচ্চকণ্ঠ খুব দ্রুততর লতিয়ে যাচ্ছে মেঘে।
সমঝোতার কথা বলে তৃতীয় বার গুলি করে দুই কানে।
আফসোস আকাশে বাতাসে লজ্জা নিয়ে ভেসে ভেড়ায়।
খেয়ালের কবুতরগুলো জানালা ধরে উড়ে যায় অজানা।
কম বয়সী বধূর মেহেদি হাত তকতকে পড়ে রয় বছর।
ঘুম ভাঙা হরিণীর চোখ ঝাপসা, দুটি মৃতপ্রায় রাজহাঁস।
সবজি বাগানে পচা লাশের বিশ্রী গন্ধে ভারী আশপাশ।
পাহাড় বেয়েও নেমে পড়ছে আত্মহত্যার সুদীর্ঘ মিছিল।
পরিকল্পিত ভালোবাসার নিঃশ্বাস বন্ধ, প্রাণ যায় যায়।
এখানে উলঙ্গ নৃত্য করছে খুব অসাংবিধানিক মৃত্যুদণ্ড।