কাঁদতে ভুলে যাওয়া পথিকের অশ্রু তো
নির্ঘাত নয়নে গোপনে আগুন হয়ে ফুটে।
অশ্রুর আগুনে জ্বলে-পুড়ে বেড়ে ওঠে-
আরো উজ্জ্বল আলোকিত দিবস কতো।


বোবা বিড়াল তার মৃত সন্তানের নষ্ট মুখ
দেখে যদি কাঁদতে ভুলে যায়, তা ভয়ঙ্কর
বেদনার সুনামি তুলে হৃদয় গভীর প্রস্তর
ভাঙা আঘাত হানার কষ্টে পিষ্ট করে বুক।


তৃতীয় চক্ষু দিয়ে যদি অন্দরে যায় দেখা
প্রতিটি হাসির আড়ালের অশ্রুর অন্ধকার,
যদি-বা বুঝা যেতো গোলাপের মধ্যকার
মিশ্রিত রক্ত-লাল অস্ফুট বেদনার শাখা!