খরা কালে মরা গাছে ফুল ফোটাতে ব্যস্ত সবে,
কবে কে নিয়েছে খবর মৌসুম বর্ষণভরা,
ঝরা পাতা' পরতে পরতে শোক না-থাক তবে।


সৌরভ তব চায় বিনা বাধা দ্বিধাহীন বিনা ফুল,
ভুল গাছে পাছে লাগে কুঁড়ি বাঁচে গৌরব,
নীরবে প্রস্থানে মুছে দিতে চায় আস্ত মস্ত ভুল।


ভোর ফুটে এলে হেসে খেলে চলে ইচ্ছে মতন,
যতনে ধরে আলস্যে লাস্য বিকেল নূপুর,
দুপুর কড়া রোদ পোড়া ভয়, ক্ষয় কাল, পতন।


সমস্ত মত-পথজুড়ে আমিও সংগ্রামী এক কবি,
ছবির মতোন সাজিয়ে রাখতে চায় তারা,
তারায় তারায় বিলিয়ে দিতে চায় উজ্জ্বল রবি।