এ পৃথিবীর পরতে পরতে তোর আমার লক্ষ স্মৃতি রয়ে যাবে,
       এ ক্ষণিকের অতিথিশালা ছেড়ে গেলে তবে খুঁজে কে পাবে!
এ মিছে মায়া সুখ, সুন্দর সব হাসিখুশি মুখ ছেড়ে যেতে হবে,
       হিসেব নেই, অজানা সময়, কে আগে পরে, কে যাবে কবে।
আপন পর, কেউ নয়, কিছু নয়, নিশ্চয়ই যাবে না কেউ সঙ্গে,
     দু'দিনের ভ্রমণ, ভেবো না পর আপন, ডুবো না পার্থিব রঙ্গে।
ডাক এলে ছেড়ে ছুঁড়ে সব যাবো চলে নীরব, আশ্রয় এক রব,
      স্মৃতি শুধু পড়ে রবে, ভালো আর মন্দ, দ্বন্দ্বের মুছে কলরব।