কী কী অভিযোগ আছে আর এ' আমার প্রতি?
পুড়িয়ে ফেলার নাকি আরো বেশি কিছু ক্ষতি!
ইচ্ছানুরূপ চাপিয়ে দিয়ো না কোনো, খবরদার।
উৎপত্তি ব্যুৎপত্তির শেষ ইতিহাস নাশে আবার;
সূক্ষ্মাতিসূক্ষ্ম কোনো দোষ চাপিয়ো না এবার,
বিকৃত বিবেকের খাতির করো নাকো ছারখার।
এভাবে যেভাবে সেভাবে আঘাতে একান্ত ক্লান্ত,
ঘেন্না পেরেক ঠোকে ঠোকে করো না আক্রান্ত।
কৌশলে ঠেলে দাও মৃত্যুর দুয়ারে শান্ত ধীরে,
পোড়ানোয় এতো শখ, উল্লাস আমায় ঘিরে!
আমা' রক্ত মাংস শিরা উপশিরায় পোড়া দাগ,
নিঃশ্বাস প্রশ্বাসে যে কলিজাপোড়া দুর্গন্ধ ত্যাগ।
আমাকে বরঙ পুড়িয়েই ফেলো তুলোর মতো,
এক্কেবারেই পরিসমাপ্তি ঘটুক অভিযোগ যতো।