আজ বিচারহীনতা-ই প্রকৃত বিচার।
গণতন্ত্রের নামে নাগরিক স্বৈরাচার!
অথচ, আমি বলছি জনগণের কথা!
বলছি ন্যায় ও ন্যায্য বিচারের কথা।
গণতন্ত্রের মন্ত্র পড়ে ষড়যন্ত্র আঁকি,
গাঢ় যন্ত্রণায় স্বদেশ, সর্বনাশ ডাকি।
আহা, অভিশাপ!
মাঠে ঘাটে, খালে বিলে, জলে স্থলে,
ছড়িয়ে পড়ছে অগ্নি সমস্ত ভূতলে।
আহা, অভিশাপ!
দী-র্ঘ হচ্ছে দেহ, মানচিত্রের মতো,
মানুষ নেই, পরজীবী উদ্ভিদ যতো।