মন চাইলো রোদে পুড়লাম, রোদ পোহালাম।
সূর্যের অগ্নি-ঝরা রূপ চোখে মেখে দাঁড়ালাম।
ভেবেছিলাম পুড়ে যাবে সমস্ত জমানো স্মৃতি।
স্বল্পমূল্যে দুঃখদের বেচে দেওয়ার পক্ষপাতী।


চোখের ইশারায় ডেকেছি মেঘ, নিষ্পাপ জল।
একা দাঁড়িয়ে রইলাম খুব সহস্র যুগ অবিকল।


একাকীত্বটুকুও আবদার করে- দূরে সঙ্গ নিই,
নিজেকে ভেঙে-চুরে শত টুকরোয় ছড়িয়ে দিই-
ফসলে সার ছিটানোর মতো করে জলে স্থলে,
প্রকৃতির সাজসজ্জাকে উপেক্ষা করে কৌশলে।


গাছ-পালা বন অরণ্য উজাড় করে জ্বেলেছি-
আগুন, তাপ পোহানোর অজুহাতে মিছেমিছি।


উপুড় করে প্রাণ ঢেলে দিয়ে চাইলাম হৃদয়!
সেও সন্ধ্যাতারার কাছে জমা পড়েছে সংশয়।
আমি যে একাই পুড়ছি খুব, নিশ্চুপ নিরালায়।
আমার কেউ নেই, কেউই নেই আমার ধরায়।


অশ্রুজলে খাঁটি করো প্রভু মোরে আরজ করি,
মোর ঘোর অভ্যন্তরে স্রোতস্বিনী-আগ্নেয়গিরি!