কালেমা, নামাজ, রোজা, হজ্জ এবং যাকাত,
ধর্ম পবিত্র ইসলামের মূল খুঁটি এ' পাঁচ খাঁত।


সাক্ষ্য প্রথম দিতে হবে এক আল্লাহ তায়ালার,
দৃঢ় বিশ্বাস স্থাপন পর সমস্ত ফেরেশতা আর-
আসমানী কিতাব, যুগে যুগে গতো রসূল নবী,
মৃত্যু পর পুনরুত্থান দিবস বিচার হাশর সবি,
ভালো বা মন্দের দ্বন্দ্ব ভোলে ভাগ্যের বিশ্বাস,
স্রষ্টা প্রদত্ত অদৃশ্যে দোষারোপ, নেই অবকাশ।


ধরণীর দিবস রজনী মিলে সালাত অক্ত পাঁচ,
ফজর সালাতে সূর্যোদয়, দ্বিপ্রহর পর জোহর,
বুড়িয়ে সূর্যটা হেলে গেলে আকাশে পশ্চিমের
ছলাতুল আছর, সূর্যাস্তের পরেই মগরিব আর
আঁধারে ছেয়ে গেলে রাত্রি জমিন অক্ত এশার।
শেষরাত্রির সাহরির বরকত নিয়ে সুবহসাদিক,
সূর্যাস্তে ইফিতারে কাতার অনন্য সুন্দর দিক।
অত্যাবশকীয় উপবাসেই গোটা মাস রমজান,
দিবসে উপোস রাতে তারাবী রোজার সম্মান।
সামর্থ্য কুলালে গোটা জীবনে স্রেফ একবার-
ঐ ক্বাবার মেহমান হতে বাধ্যবাধকতা সবার।
শুভ্র চাদর, সাত চক্কর, সাফা মারওয়া দৌড়,
আরাফাহ'র মাঠ, ধ্যানে মত্ত যুবক বৃদ্ধ প্রৌঢ়।


নির্দিষ্ট হারেই প্রতিটা বছর ছেড়ে দিবে ততো-
আপন অর্থবিত্তে দরিদ্রের পাওনা দাবি যতো।
নির্ধারিত তব সব দেনা পরিশোধে সাত খাত,
ফসলে উশর সম্পদে আড়াই শতাংশ যাকাত।