রক্তাক্ত একটি হৃৎপিণ্ড হাতে তুলে-
দৌড়াতে দেখেছি তাকে এ সকালে।
পিচঢালা পথে রয়ে গেছে পদচিহ্ন।
সন্ধ্যা নামলেই বয় সুর এক বিষণ্ণ।


হৃৎপিণ্ড জুড়েই অবহেলার আবর্জনা,
বিত্তে' চক্রে থ্যাঁতলানো হৃদয়খানা।
পালিত পাপ, অনুতাপ, বিষের রস,
মুখ থুবড়েই পড়ে থাকা কষ্ট নিকষ।