আমার পায়ের কাছে পড়ে আছে এক রূপসী কিশোরীর উলঙ্গ দেহ,
শুনশান নীরবতার চাদরে ঢেকে আছে চারদিক, আশপাশ নেই কেহ।
বহুদূরে শোনা যায় মন্দিরের ঘণ্টী, সকাল সন্ধ্যায় কুকুরের চিৎকার,
দু' চারটা পাখি আসে যায়, আসা মানা এলাকার মস্ত বড়ো নেতার।
একাই ঠাঁই দাঁড়িয়ে থাকি দিবস রজনী গ্রীষ্ম-বর্ষা-শীত, বারো মাস,
হঠাৎ নেতাজী নিয়ে আসে খাদ্য, বসে আরাম আয়েশে পায়ের পাশ।
আমিই নীরব নির্বাক নিরেট সাক্ষী, শতবর্ষী প্রাচীন অচিন ডুমুরবৃক্ষ,
কেউ স্পষ্ট লাম্পট্যের ছাপ রেখে যায় পায়ের তলায়, কলুষিত বক্ষ।
নির্বাক অবাক চেয়ে রই অনাচার অবিচার অত্যাচার মেলে শুধু চক্ষ,
প্রভু, সইতে পারছি না জ্বালা, করো না নব নব পাশবিকতার সাক্ষ্য।