দৌড়ে এসে থমকে গেলাম আপাতত,
দ্বি-গুণ বেড়েছে হৃদয় গভীর যে ক্ষত!
আজ-ও পারিনি তোমাকে ছুঁয়ে দিতে,
পারিনি বহু আকাঙ্ক্ষার চুমুটি আঁকতে।
আজকে-ও এসে ফিরে যাচ্ছি আবার,
কতো দুঃখ কষ্ট যাতনা বুকে আমার!
বেশ ব্যর্থতার গ্লানি বয়ে যাচ্ছি ফিরে,
লক্ষ কোটি আশা ছিলো তোমা' ঘিরে।
বারবার গুটিয়ে নিচ্ছি ভালোবাসা হাত,
এই দু'হাত দূরত্ব করছে খুব আঘাত!
তোমা' পাথর গায় হৃদয় ল্যাপ্টে যায়,
দেয়ালের খেয়ালে সন্ধ্যা ভোর ঘনায়।
আজও ফিরছি এক বুক হতাশা নিয়ে,
অবুঝ মন, বোঝালাম ইনিয়ে বিনিয়ে।
আবারও আসবো ফিরে তোমা' পানে,
অতৃপ্ত আত্মা তোমা' ঘিরে রবে গোপনে।
ফিরিয়ো-না সেদিন এমনি রিক্ত শূন্য,
চুমুর এক সাধ, খোদার বান্দা নগণ্য।
ঠোঁট মুখ বুক ভরিয়ো স্পর্শ আলিঙ্গনে,
যদি মৃত্যু হয় হোক এ' পবিত্র অঙ্গনে।